মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে বালির গর্ত বাজারে নির্মানাধীন মডেল মসজিদ পরিদর্শন করলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে মহেশপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বালির গর্ত বাজারে বিশাল মডেল মসজিদের নির্মান কাজ ঘুরে দেখেন তিনি। এসময় তার সাথে ছিলেন মহেশপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও মহেশপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মহেশপুর পৌর আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেন, মহেশপুর পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন, মুজিবুর রহমান, আজাদ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।