জাহিদুল ইসলাম, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে যুবলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার খালিশপুর বাজারে এসবিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জলিল বিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝিনাইদহ-৩ আসানের সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কায়দার আলী, কোটচাদপুর যুবলীগের সভাপতি মীর মনির হোসেন, কোটচাদপুর মহিলা যুবলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, বালুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, মহেশপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, উপজেলা তাতীলীগের সভাপতি মিজানুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি শরিফুল ইসলাম ভোলন, জেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের উপ ত্রান বিষয়ক সম্পাদক সজিব হোসেন, শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান বিশ্বাস, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম সফি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম।