জাহিদুল ইসলাম, মহেশপুর থেকে : ঝিনাইদহের মহেশপুরে দুঃস্থ, অসহায় ও গরীব ১০ জন প্রতিবন্ধী পেয়েছেন ব্যাটারী চালিত হুইল চেয়ার।
আজ সোমবার (১০ জুলাই) সকালে মহেশপুর উপজেলা পরিষদ অডোটরিয়ামে প্রতিবন্ধী পূনর্বাসন ফাউন্ডেশন এর উদ্যোগে হুইল চেয়ার বিতরন করা হয়।
প্রতিবন্ধী পূনর্বাসন ফাউন্ডেশন এর পরিচালক মোক্তার হোসেনের সভাপতিত্বে হুইল চেয়ার বিতর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জ্জউদ্দীন হামিদ, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ। ব্যাটারী চালিত হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধীরা।