মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন বেগম, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার প্রমুখ।