মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাবের ভবন নির্মাণ সম্পর্কিত জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মহেশপুরে জেলা পরিষদ ডাক বাংলোয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি এস এম এনামুল হক দুলু, আনোয়ারুল মোমিন ব্যালট, অর্থ সম্পাদক মাহামুদুল হাসান মিলন, সাংবাদিক শামীম আশরাফ, অলিয়ার রহমান, হাসান আলী, আঃ রাজ্জাক রাজন, আবুল কাশেম, আতিউর রহমান, শামীম খান প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম। সভায় মহেশপুর প্রেস ক্লাব ভবন নির্মান সম্পর্কে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। আলোচনা শেষে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে আহবায়ক ও এস এম এনামুল হক দুলুকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ঠ ভবন নির্মান ও প্রকল্প বাস্তবায়ন কমিটি করা হয়।