নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থেকে নিজ মাকে হত্যার চাঞ্চল্যকর মামলার আসামী ছেলে সজীবকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১ মে) রাত ৯টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়ালিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ডিএমপি’র যাত্রাবাড়ী থানার মামলা নং ২, তারিখ- ১/০৫/২০২১ ইং, ধারা-৩০২ পেনাল কোড মামলার পলাতক আসামী মোঃ সজীব (২৭) কে গ্রেফতার করে।
প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড়, উত্তর পাড়া, এলাকার বাসিন্দা পারভিন আক্তার (৪৫) এর সাথে তার নিজ সন্তান মোঃ সজিব (২৭) এর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মোঃ সজিব তার মায়ের মুখোমন্ডলে ইট দ্বারা আঘাত করে এবং ইটের প্রচন্ড আঘাতে পারভিন আক্তার মারাত্মকভাবে আহত হন। পরর্বতীতে ভিকটিম পারভীন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি দেশব্যাপী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখ্য, ঘটনার পর থেকেই মোঃ সজীব পলাতক ছিল।
উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর পরই র্যাব-১০ এর একটি টিম ঘটনাস্থলে উপস্থতি হয় এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার আড়ালিয়া গ্রাম হতে র্যাবের আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।