300X70
শনিবার , ৯ জানুয়ারি ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মা-ছেলে যখন হালের বলদের ভূমিকায়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৯, ২০২১ ২:১০ পূর্বাহ্ণ

প্রতিনিধি, ময়মনসিংহ: বড় ছেলে বিয়ে করে আলাদা সংসার করছে। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। মেঝো ছেলে গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকুরী করে। বর্তমানে ছোট ছেলে আর স্ত্রীকে নিয়ে তাদের সংসার। ভিটেবাড়ি ছাড়া চাষের যে টুকু জমি আছে তা দিয়ে চলে আবু বকর সিদ্দিকের টানাটানির সংসার।

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর গ্রামের কৃষক আবু বকর সিদ্দিক। এক মেয়ে ও তিন ছেলে সন্তানের জনক।

আবু বকরের বড় ছেলেও কৃষিকাজ করেন। কিন্তু নিজের পরিবারের ভরণপোষণের পর বাবাকে সাহায্য করার মতো আর্থিক অবস্থা নেই তার। মেজো ছেলে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। এক মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে। ছোট ছেলে মাহাদী হাসান সুমন দশম শ্রেণির ছাত্র।

আবু বকর সিদ্দিকের স্ত্রী মমতাজ বেগম বলেন, বড় ছেলে বিয়া কইরা আলগা (আলাদা) হইয়া গেছে। ছোড (ছোট) ছেলেরে লইয়া থাকি। ছেলেডা ইস্কুলে পড়ে। হাতে কোনো টেহা পয়সা (টাকা) নেই। কারো কাছে টাকা ধার চেয়ে পাননি। আবার পেলেও সময়মতো শোধ করতে না পারলে অনেক কথা শুনতে হয়। এখন কোনো উপায় না দেইখা স্বামীর কাজে সহযোগিতা করতাছি।’ এই কাজ করায় আমার কোনো লজ্জা বা কষ্ট নেই।

ছোট ছেলে সুমন জানান, করোনার কারণে স্কুল বন্ধ। আর বাবারো অনেক বয়স হয়েছে। দুইজনে কাজ করলে ক্ষেত সমান হবে না। তাই মায়ের সঙ্গে নেমে পড়েছেন জমি সমান করতে।

গত ৭ই জানুয়ারি হবিরবাড়ি ইউনিয়নে চোখে পড়ে এক জমিতে মানুষের মই টানার দৃশ্য। কৃষক আবু বকর সিদ্দিক বলেন, বোরো চাষের জন্য ‘৩৫ শতাংশ জমিন ট্রাক্টর দিয়ে চাষের কাজ করেছি। কিন্তু জমিটি হমান (সমান) করে লাগানির (রোপনের) উপযোগী করতে হইবো। কিন্তু টাহার (টাকা) অভাবে কয়দিন ধরে ক্ষেতে মই দিতে পারতেছি না। অনেক খানেই টেহা পয়সা ধার চাইয়া ব্যর্থ হইছি। পরে কোনো উপায় না পাইয়া বউ পুলারে লইয়া মই দিতাছি।’

ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নারগিস আক্তার জানান, হালের বলদের অভাবে স্ত্রী-সন্তানকে দিয়ে মই দেয়াটা খুবই পীড়াদায়ক। আমি দ্রুতই খবর নিব এই পরিবারটির। সরকারি প্রনোদনাসহ বিভিন্ন সহায়তা দিয়ে ওই পরিবারকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

যারা উন্নয়ন করেনি তারাই উন্নয়ন দেখতে পায় না : মেয়র শেখ তাপস

সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জাতীয় সংসদের উপনেতা মনোনিত

ইউনিয়ন ব্যাংকের সাপাহার শাখা ও নজুমিয়া হাট শাখা শুভ উদ্বোধন

মেট্রোরেলের সুফল পেতে নিচের রাস্তা, ড্রেন ও শাখা রোডের সঠিক ব্যবস্থাপনা করতে হবে

মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৭

ঘূর্ণিঝড় সিত্রাং : বেড়িবাঁধে ভয়াবহ ধস, আতঙ্কে এলাকাবাসী

জাতির পিতার সমাধিতে পাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা জ্ঞাপন

বাউবি প্রো-উপাচার্য ড. মাহবুবা নাসরীনের আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন

ন্যাম ও সাউথ সামিটে দেশের প্রতিনিধিত্ব করতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

নগরীর ঝুলন্ত তার ৩০ জুনের মধ্যে অপসারণের নির্দেশ

ব্রেকিং নিউজ :