বাহিরের দেশ ডেস্ক: গত দুই সপ্তাহে ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। এ তথ্য জানিয়েছে ইউরোপে এ রোগের বিস্তার রোধে শুক্রবার ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর এএফপির।
ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।’
গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী আক্রান্তের ৯০ শতাংশ রোগী ইউরোপের বাসিন্দা।
ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে।
পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি। এদিন ক্লাগ বলেন, বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।