বাহিরের দেশ ডেস্ক: মাদকদ্রবো রাখা ও ব্যবসার অপরাধে দুই ফিলিপিনো নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ফৌজদারি আদালত। আদালত একই সঙ্গে মাদক পাচারের আয়, জব্দ করা পণ্য, টেলিফোন সেট এবং যোগাযোগে ব্যবহৃত সব বস্তু বাজেয়াপ্ত ও ধ্বংস করার নির্দেশ দিয়েছে।
দুই আসামির বিরুদ্ধে মাদক ও সাইকোট্রপিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি বিদেশে মাদক ব্যবসায়ীদের অ্যাকাউন্টে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।
দুই আসামির কাছে প্রচুর পরিমাণে মাদক এসেছিল।
যা আগে থেকে জনবসতিহীন জায়গায় জমা করা হয়েছিল এবং সেখানকার প্রতিনিধি সেগুলো তাদের থেকে সংগ্রহ করত। তারপর পণ্যগুলো বাছাই করা, ভাগ করা, প্যাকেজ করা এবং উপযুক্তগুলোর ফটো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিলারের কাছে পাঠাত। পরে সেগুলো মাদকাসক্তদের কাছে ফরোয়ার্ড করা হতো।
পুলিশ তদন্তে প্রমাণ উপস্থাপনের মাধ্যমে মামলাটি আবুধাবি পাবলিক প্রসিকিউশনের কাছে প্রেরণ করে। পরে আদালত সন্দেহভাজনদের গ্রেফতার ও তাদের বাড়িতে তল্লাশির জন্য একটি পরোয়ানা জারি করে।