300X70
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিবকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৪, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আইন অনুযায়ী সিন্ডিকেট সদস্য সোলেমান খান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে এক শুভেচ্ছা বার্তায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম,পিইঞ্জ বলেন, প্রশাসন ক্যাডার (১১ম বিসিএস) এর বিচক্ষণ ও চৌকস এই কর্মকর্তা অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ভূমি সংস্কার বোর্ডের উন্নয়নে তিনি অত্যন্ত সফলতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত হওয়ায় আমি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

উল্লেখ্য জনাব সোলেমান খান সোলেমান খান ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১ম বিসিএস) সহকারী কমিশনার সিলেট বিভাগে প্রথম যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কোম্পানীগঞ্জ ও মৌলভীবাজার, কুলাউড়া উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০০০-২০০১ সালে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও নোয়াখালী জেলায় দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০০৫ সালে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সুনামের সহিত দীর্ঘ ৩ বছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব সোলেমান খান সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, অর্থ বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। অতঃপর সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব হিসেবে পদোন্নতি পান।

উপ-সচিব হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি বাংলাদেশ সরকারে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিট’ পরিচালক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। অতঃপর তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।

সরকারের অতিরিক্ত সচিব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত সচিব হিসাবে সফলতার সাথে কাজ করেছেন প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক হিসাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বর্নাঢ্য জীবনের অধিকারী এ কর্মকর্তা দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিশেষ করে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ও শিক্ষা সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে যোগদান করেন। তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুর্কি ও মিশরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এছাড়াও তিনি অনেকগুলো সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। জনাব সোলেমান খান টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

জাতির পিতার ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে রাওয়া ক্লাবের অনুষ্ঠান

ঈশ্বরগঞ্জে কাস্টমস কর্মকর্তা ড. তাজুলের শাস্তি দাবিতে মানববন্ধন

যাত্রী নাজেহাল ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে ৬ পুলিশ সাময়িক বরখাস্ত

বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজ করে: প্রধানমন্ত্রী

এরাও শিক্ষক বটে!

প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থহানি করে বন্ধুর বাণিজ্যিক লাভ করানোই কি ভারতের পররাষ্ট্রনীতি, প্রশ্ন কংগ্রেসের

সারাবিশ্বে করোনায় সুস্থ হয়েছে ৯ কোটি ২৯ লাখ সাড়ে ৪৬ হাজার

বরিশাল-সিলেটের পুলিশ কমিশনার, এক ডিসি ও ৫ এসপি প্রত্যাহার

এডিসের লার্ভা পাওয়ায় ৭ নির্মাণাধীন ভবনকে দক্ষিণ সিটির আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

ডেঙ্গুতে মৃত্যু, সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে দেশ

ব্রেকিং নিউজ :