কয়রা(খুলনা) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ রোধে সুন্দরবন উপকূলের জনগন কে সচেতন করার লক্ষ্যে খুলনার কয়রা উপজেলায় গাছ বিতরণ করেছে মানবতার তরঙ্গ।
গতকাল শুক্রবার বিকালে উপজেলান উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় Give the plastic, Take oxygen স্লোগানে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ বিতরণ করা হয়।প্লাস্টিক বিনিময়ে অক্সিজেন কার্যক্রমে দুই হাজার প্লাস্টিকের বোতলের বিনিময়ে ৫শত গাছের চারা বিতরণ করা হয়।
মানবতার তরঙ্গের সভাপতি আয়ুব হোসেন বলেন,জলবায়ু পরিবর্তন বিষয়ে মানুষ কে সচেতন করার জন্য আমাদের এই কার্যক্রম। আমরা এলাকার মানুষ কে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির বিষয়ে কাজ করে যাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, প্রজেক্ট কো-অর্ডিনেটার বিল্লাল হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক আজমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সংগ্রাম মন্ডল সহ সেচ্ছাসেবকবৃন্দ।