300X70
মঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মানিকগঞ্জে নববধূ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৪, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ

সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নববধূ সুপ্রিয়া সাহা হত্যার ঘটনায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- সুপ্রিয়ার শ্বশুর দিলীপ চন্দ্র সরকার, শাশুড়ি গীতা রাণী সরকার ও স্বামীর বন্ধু মহাদেব রায়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বিষ্ণু পাল, সঞ্জিত সাহা রণ ও রঞ্জিত ঘোষ। আদালত সুপ্রিয়ার স্বামী দীপাঞ্জন সরকারকে খালাস দিয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড আসামিরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার মেয়ে সুপ্রিয়া সাহা স্থানীয় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

২০১৬ সালের ৭ আগস্ট সদর উপজেলার কৈতরা গ্রামের দিলীপ সরকারের ছেলে দীপাঞ্জন সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে সুপ্রিয়ার বিয়ে হয়। পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন সুপ্রিয়া। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি তাকে নির্যাতন করত।

২০১৬ সনের ২৮ সেপ্টেম্বর ওই ভাড়া বাড়ি থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সুপ্রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতে সুপ্রিয়ার বাবা তার (সুপ্রিয়ার) স্বামী, শ^শুর, শ^াশুড়িসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।

২০১৬ সালের ২৯ নভেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :