300X70
বুধবার , ৯ মার্চ ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মানুষের ইনকাম বাড়ায় চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে : কৃষিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৯, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সরু চালের দাম বাড়ছে, সরু চালের ঘাটতি আছে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানুষের ইনকাম বেড়েছে, এজন্য মানুষের মধ্যে চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে।

মন্ত্রী বলেন, আমি টেলিফোন করে কক্সবাজারে কথা বলেছি। তারা বলছে, মোটা চালের দাম বাড়ছে না। এটার দাম গত এক দেড় মাস যাবত ৪০-৪২ টাকার মধ্যেই আছে।

আজ বুধবার (৯ মার্চ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক চু ডংইউ-এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী এসব কথা জানান।

দেশে কোনও ধরনের খাদ্য সংকট কিংবা হাহাকার হবে না জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের যে ফুড স্টক, প্রোডাক্টিভিটি যেটা আছে। ইনশাআল্লাহ আমাদের কোনও মেজর প্রবলেম হবে না।

তিনি বলেন, সরকার অসহায় ও গরিব মানুষকে সহায়তা দিচ্ছে। আন্তর্জাতিক বাজারের কারণে মানুষের একটু তো কষ্ট হচ্ছে। আগামী এপ্রিলে আমরা বড় ফসলের মৌসুম পাবো। আশা করছি, কোনও সমস্যা হবে না।

আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় এফএও’র সম্মেলন চলছে। এফএও’র ডিজি বাংলাদেশে এসেছেন। কৃষি উন্নয়নে এফএও আমাদের আমাদের কারিগরি সহায়তা দেয়।

তিনি বলেন, আমরা এখনও ৬-৭ মিলিয়ন টন ভুট্টা উৎপাদন করছি। বাংলাদেশে ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে এফএও বড় ভূমিকা রেখেছে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :