নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: গ্রামীন জনগোষ্ঠী যেনো সব ধরনের নাগরিক সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিতের জন্য, জেলা প্রশাসকদের বিশেষ গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকালে তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি ।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য দেন। করোনার কারণে এবার ভার্চুয়ালি ডিসি সম্মেলন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। এবার জেলা প্রশাসক সম্মেলনের ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন।
করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে। এবার ডিসি সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।
বরাবরের মতো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের অধিবেশন রয়েছে। রয়েছে স্পিকার ও প্রধান বিচারপতির সাথে অধিবেশনও। তবে এগুলো সবই হবে ভার্চুয়ালি। আর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে অধিবেশন তো রয়েছেই। সবশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ই জুলাই ডিসি সম্মেলন হয়। এরপর করোনার কারণে ২০২০ ও ২১ সালে সম্মেলন হয়নি। এবারও কয়েক দফা পিছিয়ে হচ্ছে। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।