মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ডাঃসাইফুল ইসলাম ডিগ্রি কলেজে মাঠে মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ আজিজের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিছুর রহমান টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী, নিয়ামুল হক সবুজ, মইনুল ইসলাম লিটন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্র লীগের দপ্তর সম্পাদক ও ঝিনাইদহ পল্লি বিদ্যুৎ এর ডাইরেকটর প্রভাষক আলমগীর হোসেন।