বাহিরের দেশ ডেস্ক: মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্টে দুই মাসের বেশি সময় ধরে আটকে থাকা কয়েকশ যোদ্ধাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, সরিয়ে নেওয়া সৈন্যদের মধ্যে গুরুতর আহত ৫৩ জনকে রুশ-সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা নভোজভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে।
হান্না আরও জানান, মানবিক করিডোর ব্যবহার করে আরও ২১১ জনকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আরেকটি শহর ওলেনিভকায় সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, ইউক্রেনের আহত সেনাদের সরিয়ে নেওয়ার জন্য একটি চুক্তি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইস্পাত কারখানায় আটকে থাকা যোদ্ধাদের স্থানীয় সময় সোমবার বিকেলে প্রায় ডজনখানেক বাসে করে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে তাঁর নিয়মিত ভিডিওবার্তায় বলেছেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী, গোয়েন্দা বিভাগ, মধ্যস্থতাকারী দল, রেড ক্রস ও জাতিসংঘ আটকে থাকা সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজে রয়েছে।
এর আগে গত মার্চের শুরু থেকে রুশ বাহিনী মারিউপোল শহর ঘিরে রাখার পর শত শত ইউক্রেনীয় সৈন্য—আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ, আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটসহ অনেক বেসামরিক মানুষ এ স্থানে আটকে থাকে। তবে, কতজন এখনও ভূগর্ভস্থ বাংকারে আটকা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলছেন, ইউক্রেনের সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ, ন্যাশনাল গার্ডসহ প্রতিরক্ষাবাহিনীর সদস্যেরা আটকে থাকা বাকিদের উদ্ধারে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।