স্পোর্টস ডেস্ক: গতকাল প্লেয়ার্স ড্রাফটে নিজেদের পছন্দমতো ক্রিকেটার দিয়ে দল সাজিয়েছে ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সানরাইজার্স, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের জন্য স্থানীয় ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করেছে। নেই কোনো ‘আইকন’ ক্রিকেটার। ৭০ লাখ পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে ছয় ক্রিকেটার সাকিব, মাহমুদুল্লাহ, মাশরাফি, তামিম মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। ঢাকায় খেলবেন তিন ক্রিকেটার মাহমুদুল্লাহ, তামিম ও মাশরাফি।
সরাসরি সাইনে মাহমুদুল্লাহকে সবার আগে দলে নেয় ঢাকা। এরপর প্লেয়ার্স ড্রাফটে ঢাকা প্রথম ডাকেই ওয়ানডে অধিনায়ক তামিমকে লুফে নেয়। বিসিবির দলটি চমক দেখায় তৃতীয় রাউন্ডে। নিজেদের ডাকে মাহমুদউল্লাহ দলে টানেন জাতীয় দলের সাবেক সতীর্থ মাশরাফিকে। তিন ক্রিকেটারই রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। পারিশ্রমিক ৭০ লাখ টাকা করে। অর্থাৎ ত্রয়ীর জন্য ২ কোটি ১০ লাখ টাকা খরচ করতে হচ্ছে বিসিবির দলটিকে।
সতীর্থ মাশরাফি ও মাহমুদুল্লাহকে এক দলে পাওয়ার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তামিমের। ড্রাফট শেষে বাঁহাতি ওপেনার বলেছেন, ‘এরকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণত যেটা হয়, আমরা তিনজন তিন দলে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয় ক্রিকেটে জেতা হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনজন একসঙ্গে থাকল এমনিতেই উপভোগ করব।’
নিজেদের দল নিয়ে তামিম বেশ আত্মবিশ্বাসী, ‘দল বেশ ভালো। চ্যাম্পিয়ন হবো কি হবো না এটা অনেক পরের কথা। আপনি সেরা টিমটা বানাতে পারেন, কিন্তু তারা ভালো করবে কি না সেটার নিশ্চয়তা নেই। একটা খুব বেশি ভালো দল ভালো নাও করতে পারে।নির্ভর করবে আমরা কিভাবে খেলি। টিম নিয়ে অনেক খুশি, কিন্তু আমাদের ভালো খেলতে হবে।’