অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) এমটিবি সেন্টার, গুলশান ১, ব্যাংকের প্রধান কার্যালয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ‘এমটিবি র্ভাচুয়াল টাউন হল ২০২২’ অনুষ্ঠিত হয়। এমটিবি’র চেয়ারম্যান, মোঃ ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান, মোঃ আব্দুল মালেক, পরিচালক, সৈয়দ মঞ্জুর এলাহী এবং স্বতন্ত্র পরিচালকদ্বয়, নাসরিন সাত্তার ও ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, তারেক রিয়াজ খান, মোঃ খালিদ মাহমুদ খান ও রেইস উদ্দীন আহ্মাদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমটিবি’র সকল বিভাগীয় প্রধানগণ, সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ, এমটিবি’র দুইটি অঙ্গ-প্রতিষ্ঠান, এমটিবি সিকিউরিটিজ লিঃ এবং এমটিবি ক্যাপিটাল লিঃ-এর প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ, এমটিবি টাউন হলে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে এমটিবি’র শাখাসমূহের বিগত বছরের কার্যক্রমের উপর আলোকপাত করা হয় এবং কিভাবে ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, এ ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়।
ব্যাংকের কর্মীদের মূল্যবান অবদানের স্বীকৃতি-স্বরূপ, সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), ৩১টি ক্যাটাগরিতে বিভিন্ন এওয়ার্ড ঘোষণা করেন।
২০২২ সালে এমটিবি’র প্রতিপাদ্য “টুওয়ার্ডস্ দ্য রেজিলিয়েন্ট গ্রোথ” উন্মোচন করা হয় এই টাউন হলে। এমটিবি’র চেয়ারম্যান মোঃ ওয়াকিল উদ্দিন, তাঁর বক্তব্যে, ২০২১ সালে ব্যাংকিং খাতে সকল চ্যালেঞ্জ দৃঢ়তা ও সফলতার সাথে মোকাবেলা করার জন্য এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালকসহ সকল সদস্যদের অভিনন্দন জানান এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে সকলকে সফলভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এমটিবি’র চেয়ারম্যান, গ্রাহকদের আস্থা অব্যাহত রেখে ব্যাংকটিকে সামনের দিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংক ব্যবস্থাপনা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমটিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী করোনা মহামারীর সময় ব্যাংকের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা বিধান করে ব্যাংকিং পরিচালনা নিশ্চিতকরণে ব্যাংকের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন। এমটিবি ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, করোনা পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিতকরণে ব্যাংকের কর্মীদের দৃঢ় প্রত্যয়ের প্রশংষা করেন।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ভার্চুয়্যাল টাউন হলে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ব্যাংকের দেশব্যাপী শাখা বিস্তৃতির সামর্থের পাশাপাশি ‘এমটিবি থ্রি ভি’-কে কাজে লাগিয়ে এমটিবিকে সেরা মানের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি এ নতুন বছরের অগ্রগতির কৌশলসমূহ উপস্থাপন করেন।