প্রতিনিধি, মিঠাপুকুর: কর্মসংস্থানের মাধ্যমে পারিবারিক কাজে সহযোগিতা করাসহ ব্যাক্তিগতভাবে সকল প্রশিক্ষণার্থীদের সঞ্চয়ী হওয়ার আহবান জানান মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভুইঁয়া। গতকাল বৃহস্পতিবার বিকালে বিজিএস চাকুরীদাতা সমাবেশ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহায়তায়, স্কিলস ফর এম্প্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রামের আওতায় রংপুরের পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুরে অবস্থিত বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-ভোকেশনাল ট্রেনিং সেন্টার কর্তৃক আয়োজিত চাকুরীদাতা সমাবেশ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিজিএস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়জার রহমান খান।
বিজিএস-ভিটিসি রংপুরের অধ্যক্ষ মোঃআব্দুল্লাহ আল সালাফির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র অফিসার আব্দুল ওয়াহিদ জোয়ার্দার, প্রাণ আরএফএল এর সাব এ্যাসিস্টেন্ট ম্যানেজার জুবায়ের হোসেন, উইন্ডিং গ্রুপের এ্যাসিস্টেন্ট ম্যানেজার ফয়েজ আহমেদ, পায়াং সিরামিক্সের সাব্বির আহমেদ, গুঞ্জন গ্রুপের ইলেক্ট্রিক্যাল ইনচার্জ শেখ মোমতাশির হোসাইন ও কারুপণ্যর আবু হাসান উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।