নিজস্ব প্রতিবেদক:দেশের গৃহঋন প্রদানকারী সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিঃ (ডিবিএইচ) সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের কাস্টমার সার্ভিস সেন্টার চালু করেছে। রাজধানীর গুলশান, ধানমন্ডি, মতিঝিল ও উত্তরাতে শাখার পরে এটাই ডিবিএইচের প্রথম কাস্টমার সার্ভিস সেন্টার। এর ফলে মিরপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ডিবিএইচের বর্তমান এবং নতুন আগ্রহী গ্রাহকগণ তাদের লোন বা ডিপোজিট সম্পর্কিত সেবা এই সেন্টার থেকে গ্রহন করতে পারবেন।
ডিবিএইচের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সার্ভিস সেন্টার ডিবিএইচের গ্রাহক সেবা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিবিএইচের উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও হেড অফ আইটি মোঃ হাসান ইফতেখার ইউসুফ, হেড অফ এডমিনিষ্ট্রেশন ও রিকভারি সাইয়াফ এজাজ, হেড অফ লোন অপারেশনস জাকারিয়া ইউসুফ, হেড অফ লোন সেলস মোঃ গোলাম রসুল সেলিম, হেড অফ ডিপোজিটস, কাস্টমার এক্সপেরিয়েন্স ও বিজনেস প্ল্যানিং সাবেদ বিন আহসান সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা।