300X70
সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মিরপুর থেকে আরও ২ কন্যা শিশু নিখোঁজ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৪, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হয়েছে আরও ২ প্রতিবেশী কন্যাশিশু।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে মিরপুরের পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ রয়েছে তারা। এ সময় শিশু দুটি বাসা থেকে দুটি মোবাইল ফোন ও মাত্র ৬০০ টাকা নিয়ে গেছে। তাদের হন্যে হয়ে খুঁজছে পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, মিরপুরের পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকার এই বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন ১০ বছরের শিশু চতুর্থ শ্রেণির ছাত্রী জামিয়া জাহান। গত বুধবার কলম কেনার কথা বলে বাসা থেকে বের হন। তারপর থেকেই নিখোঁজ তিনি। নিখোঁজ জামিয়ার মা সকিনা খাতুন বলেন, ‘কলম কেনার নাম নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করলেও মেয়েকে পাইনি।’

একইসঙ্গে নিখোঁজ হন ১৫ বছরের আরেক শিশু জাকিয়া। সঙ্গে করে নগদ ৬শ’ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট নিয়ে যান তিনি। ওই দিন বাসা থেকে বের হওয়ার পর দুই শিশু মিরপুরে তাদের পরিচিত দুইজনের সঙ্গে দেখা করেন। সে রাতে কয়েকবার মোবাইল ফোন চালু করলেও বৃহস্পতিবার ভোর থেকে সেগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে উল্লেখ করে ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, তাদের কাছে মোবাইল আছে,তাদের মোবাইল ওপেনও আছে, এদের পাওয়া যাবে। দুই শিশুকে খুঁজে বের করতে কাজ করছে র‌্যাবসহ অন্যান্য সংস্থাও।

এর আগে, রাজধানীর পল্লবীতে একসঙ্গে নিখোঁজ হন কলেজছাত্রী তিন বান্ধবী। বৃহস্পতিবার সকালে কলেজের নাম করে বের হন দ্বাদশ শ্রেণির ছাত্রী দিলখুস জান্নাত নিশা, স্নেহা ও কানিজ ফাতেমা। এরপর থেকে আর খোঁজ নেই তিন বান্ধবীর। বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারও নিয়ে যান তারা। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা পাচার হয়ে থাকতে পারে, এ রকম আশঙ্কার পাশপাশি নিজেরা কোন গ্রুপ বা গোষ্ঠীর সঙ্গে গেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে, পূর্বপরিকল্পনা করেই বাসা থেকে পালিয়েছেন তারা। পরিবারের অভিযোগ, একটি চক্র তাদের দেশের বাইরে পাচার করার চেষ্টা করছিলো।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে ফলাফল ভালো হবে না : বিএনপিকে নানকের হুশিয়ারি

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না অভিযোগ জিএম কাদেরের

নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না অভিযোগ জিএম কাদেরের

মিয়ানমার ভারতে ঢোকা লোক ফেরত নিয়ে গেছে, বাংলাদেশ থেকেও নিয়ে যাবার প্রক্রিয়া চলছে : পররাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

তিন মাসের মধ্যে নতুন এলাকার প্রধান সড়ক নির্মাণ করতে হবে : ডিএনসিসি মেয়র

খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

“দেশে ভ্যাকসিন প্লান্ট তৈরির প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা”

বাণিজ্যিক উৎপাদনে বাঁশখালীর পাওয়ার প্ল্যান্টের উভয় ইউনিট

প্রথমবারের মতো চিলিতে মানব দেহে বার্ড ফ্লু শনাক্ত

করোনা: বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু কমেছে

ব্রেকিং নিউজ :