সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ভোট দিতে এসে শকুমার (৬৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে।
শুকুমার সরকার থলপাড়া গ্রামের বিরমনি সরকারের ছেলে।
শুকুমারের কাকা দিনেশ সরকার জানান, সকাল দশটার দিকে শুকুমার ভোট দিতে আসেন। ভোট কেন্দ্রের কাছাকাছি এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গ্রাম্য ডাক্তারের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।