নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৫টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ফজরের নামাজের সময়ে ফুলতলী সীমান্তে বিস্ফোরণটি হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি, আমাদের উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার পাশাপাশি এলাকা থেকে হঠাৎ ২টি মাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রকট আওয়াজ শুনতে পেয়েছেন স্থানীয় সীমান্তবাসীরা। তারা সঙ্গে সঙ্গে আমাকে ফোনে ঘটনাটি জানান।’
তিনি আরও বলেন, ‘এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজীরপাড়ার আবুল হাশেমের ছেলে মোহাম্মদ বেলাল (৩০)।’
‘বেলাল এর আগেও ইয়াবাসহ বিজিবির হাতে আটক হয়েছিলেন। এলাকাবাসীর সন্দেহ, ইয়াবা চোরাচালানের জন্যই তিনি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিলেন,’ যোগ করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ফজরের নামাজ পড়ার সময় সীমান্তের কাঁটাতারের ওপারে মিয়ানমার ভূখণ্ডে ২ বার প্রকট শব্দ শুনতে পাই। নামাজ শেষে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারে। এ ঘটনায় বেলাল গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার মেডিকেল হাসপাতালে রেফার করেন।’
তিনি আরও বলেন, ‘আহত বেলাল বর্তমানে কক্সবাজার মেডিকেল কলেজে চিকিৎসাধীন।’