সংবাদদাতা, নরসিংদী: নরসিংদীতে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের আগুন লেগেছে। এ সময় দুজন আহত হয়েছেন।
রোববার রাতে সদরের সাহেপ্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা প্রাইভেটকারযাত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশলাইনস এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়ামুখী কাজী পরিবহণের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি বাসের সামনের চাকার সামনের অংশে ঢুকে আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাসেও।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গুরুতর আহতাবস্থায় প্রাইভেটকারচালক ও এক আরোহীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার জানান, এ ঘটনায় কেউ নিহত হননি। বাস-প্রাইভেটকারের আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।