সংবাদদাতা. মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোক্তারপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী ও দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর পর মারা গেলেন গৃহবধূ শান্তা বেগমও।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় শান্তার। তাঁর শরীরে ৪৮ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মোক্তারপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় দগ্ধ হন শান্তা বেগম, তাঁর স্বামী কাওসার হোসেন ও তাঁদের দুই শিশু সন্তান। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু সন্তানের মৃত্যু হয়। এরপর মৃত্যু হয় তাঁর স্বামী কাওসার হোসেনের। এর মধ্যে আজ মারা গেলেন শান্তা বেগমও।