মাঠে-মাঠে ডেস্ক: ৩ দিনের কোয়ারেন্টিন শেষে আজ অনুশীলনে নামছে মুমিনুল-মুশফিকরা। শ্রীলঙ্কায় জাতীয় ক্রিকেট দলের তিন দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে অনুশীলন করতে পারবেন টাইগাররা। দ্বিতীয় দফায় কোভিড টেস্টের জন্য আবারো বুধবার নেয়া হয় নমুনা।
শ্রীলঙ্কায় মুমিনুলরা কোয়ারেন্টিনে আছেন নিগোম্বোর জেট উইং ব্লু হোটেলে। ফিটনেস ধরে রাখতে ঘরবন্দি থেকেই জিম সেশন করছেন সবাই। প্রথম দফায় করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। দ্বিতীয় দফা পরীক্ষার জন্য বুধবার আবারো নমুনা নেয়া হয়েছে টাইগার স্কোয়াডের সবার।
নেগেটিভ ফল আসলে আজ বৃহস্পতিবার থেকেই মাঠের অনুশীলন শুরু করবেন মুমিনুল-মুশফিকরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২১শে এপ্রিল। পরের ম্যাচ ২৯শে এপ্রিল। এর আগে নিজেদের মধ্যে দুই দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার মাটিতে মোট ১২টা টেস্ট খেলেছে টাইগাররা, জয় মোটে একটায়।