নিজস্ব প্রতিবেদক: মেঘনা ব্যাংক লিমিটেড এবং শার্প কম্পোজিট লিমিটেডের মধ্যে সম্প্রতি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব ল্যায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কাজী ফারহানা জাবীন এবং শার্প কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ খুরশিদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন।
এ সময় মেঘনা ব্যাংক-এর হেড অব কর্পোরেট ব্যাংকিং জনাব কিমিয়া সাদাত, হেড অব ব্র্যাঞ্চ বিজসেন মো: রফিকুল ইসলাম, এমপ্লয়ি ব্যাংকিং ইউনিট প্রধান জাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে শার্প কম্পোজিট লিমিটেডের কর্মকর্তারা মেঘনা ব্যাংকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।