বাঙলা প্রতিদিন ডেস্কঃযান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। সোমবার (৭ আগস্ট) সকাল ৮টায় রেল চালুর কিছুক্ষণ আগে ত্রুটি ধরা পড়ে। তবে কিছুক্ষণের মধ্যে তা মেরামত করে আবারও চালু করা হয় মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন গণমাধ্যমকে এই নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেট্রোর ট্র্যাকে সমস্যা ছিল। এই কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু করেছে।
গতরাতেও সবকিছু ঠিকঠাক ছিলো জানিয়ে তিনি বলেন, আজ সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এই কারণে রেল কিছুক্ষণ বন্ধ ছিলো।তবে ত্রুটি ঠিক করে দ্রুত রেল চালু করা হয়।
এদিকে, সকালে মেট্রোলের বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা যায়।