মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা সমাজ কল্যান কমিটির উদ্যোগে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১২৭ জনের মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন। এর মধ্যে ১২১ জনের মাঝে সাধারণ অনুদান ৩ লক্ষ ৮৭ হাজার টাকা, এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬ জনের মাঝে ৩৩ হাজার টাকার চেক বিতরণ করেন।
এসময় জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, শহর সমাজসেবা পরিষদের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন,জেলা রেজিস্ট্রেশন কর্মকর্তা আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।