বাহিরের দেশ ডেস্ক: কিশোরী সৎ মেয়েকে ধর্ষণের অপরাধে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দিল্লির দায়রা আদালত। এছাড়া মেয়েটির শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে সাড়ে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এই রায় দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও দ্য ওয়ালের খবরে প্রকাশ, তিন বছর আগের এই ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়া ভিকটিম একটি শিশুর জন্ম দেয়।
অ্যাডিশনাল সেশন জাজ রায় দিতে গিয়ে জানিয়েছেন, একজন বাবা হয়ে আসামির এই আচরণ কিশোরীর জীবনে এমন বাজে প্রভাব ফেলবে যে- সারাজীবন যে কোনও সম্পর্কের প্রতি তার বিতৃষ্ণা জন্মাতে পারে।
বিচারক বলেন, অভিযুক্ত ওই বাবা শুধু তার মেয়ের নয়, স্ত্রীরও বিশ্বাস ও সম্মান ভেঙে দিয়েছে। সমাজের চোখে নিচে নেমে গেছে তার অবস্থান। এটা কেবল ধর্ষণ নয়, এটা একটা ভয়ানক ট্রমা। নিকটতম সম্পর্কে এই ধাক্কা আশাতীত।
মামলা সূত্রে জানা যায়, বছর তিনেক আগের ঘটনা। নাবালিকা মেয়েটি পেটে ব্যথার কথা বলেছিল। হাসপাতালে ডাক্তার দেখালে জানা যায় সে ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে ঘটনাটি মাকে খুলে বলে কিশোরী। সে জানায়, কাউকে জানালে তাকে এবং তার মাকেও মেরে ফেলবে বলে হুমকি দেওয়া হয়েছিল।
সৎ বাবার আইনজীবী আদালতকে বলেন, মেয়েটি কিশোরী নয়, তার বয়স ১৮ হয়েছে। সে এবং তার সৎ বাবার মধ্যে সম্মতিক্রমে সম্পর্ক তৈরি হয়। অভিযুক্ত আসলে কেবলই মেয়েটির সৎ বাবা ছিলেন না, প্রেমিকও ছিলেন। মেয়েটির মাও এসব জানতেন বলেই দাবি করেন ওই আইনজীবী।
তবে আদালতে প্রমাণিত হয়, মেয়েটির বয়স ১৮ হয়নি। সে কিশোরী। ফলে ঘটনাটি ধর্ষণ হিসেবেই দেখা হয়। ভারতীয় আইন বলছে, আক্রান্ত যদি ১৮ বছরের নীচে হয়, তাহলে তার সঙ্গে যদি অভিযুক্তর কোনও সম্পর্কও থাকে, তাহলেও শারীরিক সম্পর্কের অধিকার নেই আইনত। এক্ষেত্রে কিশোরীর সম্মতি গ্রাহ্য হবে না। মেয়েটির মা-ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধেই সাক্ষ্য দেন। অবশেষে সৎ বাবার যাবজ্জীবন কারাদণ্ড হয়।