নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর মোহাম্মদপুরে স্বামী শামীম মিয়া (৪০)কে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী বানু বেগম (৩২)।
আজ ভোরে মোহাম্মদপুরের রায়েরবাজারের ক্যান্সারগলিতে এই ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরের একপর্যায়ে স্বামীকে কুপিয়ে হত্যা করেন স্ত্রী। এরপর ৯৯৯-এ নিজেই ফোন করে আত্মসমর্পণ করেন স্ত্রী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।