প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে মাছ ও সবজিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে মাছ ও সবজিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভিতর থেকে ২ জনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহতরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা কোনাগাঁও এলাকার মছকন আলীর ছেলে রফিক উদ্দিন এবং কুলাউড়া উপজেলার বরমচালের আব্দুল কাদিরের পুত্র আব্দুল মুহিত।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক জানান, নিহতরা পণ্যবাহী গাড়িতে করে মৌলভীবাজারে যাচ্ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।