প্রতিনিধি, মৌলভীবাজার:
ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গাকে মৌলভীবাজার থেকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ জুলাই (গতকাল) রাতে তাঁদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-কুতুপালং ৮ নং ক্যাম্প, ব্লক-৫৯ এর একই পরিবারের মো. হামিদ হোসেন (৫০), হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমানগনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)। কুতুপালং ৭ নং ক্যাম্প, ব্লক-ই ৩৮ এর একই পরিবারের শফিক (২২), মিনারা (২০) ও রিয়াজ (৫ মাস)।
এ ছাড়াও রয়েছেন-কুতুপালং ৮নং ক্যাম্প, ব্লক-৩৮ এর আজিজুল হক (২৫)। কুতুপালং ৮ নং ক্যাম্প, ব্লক-৫৮ এর নূর হাসান (৩১)। বালুখালি 8নং ক্যাম্প, ব্লক-এ ৩২ এর সোনালি (৫১)।
মৌলভীবাজার সদর থানা সূত্রে জানা যায়, গত ৫ দিন আগে দুই পরিবারের ১১ জন রোহিঙ্গা কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে মৌলভীবাজারে আসেন। তাঁদের সঙ্গে ৬ শিশুও রয়েছে। এছাড়া তাঁদের সঙ্গে আরো ৩ জন রোহিঙ্গাও আছেন। প্রাথমিকভাবে জানা গেছে এর আগে তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে আসেন। সেখান থেকে কাজের খোঁজে মৌলভীবাজারে এসেছেন। এখানে কাজ না পেয়ে অন্যত্র যাওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদেরকে এখন কক্সবাজারের উকিয়ায় নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে।