নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এবার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে যাদের বহিষ্কারের কথা উলেখ করা হয়েছে; তারা হলেন- মৌলভীবাজারের জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ, আসরাফ উদ্দিন, আলিম উদ্দিন, মামুন আহমদ এবং ছাত্রলীগ কর্মী হৃদয় আহমদ।