সংবাদদাতা, ময়মনসিংহ: ময়মনসিংহে মাকে হত্যার অভিযোগে ছেলে আব্দুল মান্নানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের অপর আসামি মান্নানের স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিল-ঘুষিতে নিহত হাফিজা খাতুনের (৭০) ছেলে আব্দুল মান্নানকে গতরাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় জমি-জমা নিয়ে পারিবারিক কলহে হাফিজা খাতুনের ছেলে মান্নান ও তাঁর স্ত্রী হাজেরা কিল-ঘুষি মেরে আহত করে রেললাইনে ওপর ফেলে দেন। গুরুতর আহত বৃদ্ধ হাফিজাকে প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ দিন দিনগত রাতে হাফিজা খাতুনের অপর ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে নিজের ভাই ও তাঁর স্ত্রীকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।