নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: যমুনা ব্যাংক লিমিটেড ও কক্সবাজারের হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায়ের (রয়্যাল টিউলিপ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। স¤প্রতি যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ, ব্যাংকের ডিএমডি ও হেড অব বিজনেস মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায়ের পক্ষে উপস্থিত ছিলেন গ্রæপের জেনারেল ম্যানেজার আজিম শাহ। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে, যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সারা বছর কাসবাহ রেস্তোরাঁয় একটি কিনলে একটি ফ্রি বুফে লাঞ্চ এবং ডিনার উপভোগ করবেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইটিও এ.কে.এম. আতিকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেলস ডিরেক্টর ম্যানেজারসহ রয়্যাল টিউলিপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।