সংবাদদাতা, যশোর : যশোরের অভয়নগরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৮টায় উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুব্রত মণ্ডল (৫০) ওই গ্রামের অনাথির মণ্ডলের ছেলে।
অভয়নগর থানার ওসি একেএম শামীম জানান, দামুখালী বিদ্যালয়ের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সুব্রত মণ্ডল সকালে বাড়ি থেকে বেরিয়ে পাশে চায়ের দোকানে যাওয়ার সাথে সাথে একটি মোটরসাইকেলে দুইজন এসে তার মাথা ও বুকে গুলি করে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। হত্যাকারীদের চেনা যায়নি।
তিনি আরও জানান, এলাকার ভবদহের ২১ ভেন্টের স্লুইসগেটের পাশে সুব্রত মণ্ডলের একটি আড়ত রয়েছে। এ ছাড়া তিনি মাছ চাষ করতেন। হত্যার কারণ পরিবারের কেউ বলতে পারছেন না। ঘটনার পরপর স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। তারা মরদেহ উদ্ধারের কাজ করছে।