ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শনির আখড়ার জিয়া সরণী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শ্রমিকদের সহকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, ওই ভবনের চারতলায় আমরা মেশিন দিয়ে রড কাটছিলাম। হঠাৎ রড কটার সময় জাবেদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জবেদকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত শ্রমিকদের ঢামেকে নিয়ে আসলে তাদের মধ্যে একজন মারা যান। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আহত দুইজন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।