নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গত সোমবার (১১ এপ্রিল) ৭ ঘন্টা ব্যাপী র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ৯ জনকে ৬ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৭৪ হাজার চারশত টাকা মূল্যের ৪০ কেজি জাটকা ইলিশ ও ৭২ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলি যুক্ত চিংড়ি মাছ সংরক্ষন ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
র্যাব-১০ এর পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ ২ জন গ্রেফতার : গত সোমবার (১১ এপ্রিল) রাত ১১ টায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর কুড়ারঘাট এলাকায় একটি অভিযানে ১ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম @ চাঁন মিয়া (৩২) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এছাড়া একইদিন রাত সোয়া ১১ টায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন কাঠেরপুল এলাকায় অপর একটি অভিযানে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ মনির হোসেন (৫৮) নামে ১ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ লালবাগ ও গেন্ডারিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।