300X70
বৃহস্পতিবার , ২ জুন ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জে ৬ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় গত মঙ্গলবার (৩১ মে) বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল একটি অভিযান চালিয়ে শামীম (৩৩) ও জুয়েল রহমান (১৯) নামে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ছুরি, ০১টি ফোল্ডিং চাকু ও ০১ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একিদিন বিকালে উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর এক অভিযানে হোসেন সরদার (২৮) ও ইসমাইন হোসেন আকাশ @ সমর ঘোষ (৩৮) নামে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি, ২ মোবাইল ফোন ও নগদ ৫শত টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ আনুমানিক বিকালে উক্ত আভিযানিক দল ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অপর একটি অভিযান চালিয়ে বাদশা (৪০) ও আব্দুল কাদের (৩৬) নামে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ছুরি, ০১টি ফোল্ডিং চাকু ও ২ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও দক্ষিন কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :