নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করলো সার্চ কমিটি।
সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে (https://cabinet.gov.bd/) ব্যক্তি, দল ও সংগঠনের প্রস্তাবিত সবগুলো নাম প্রকাশ করা হয়। এতে মোট ৩২২ জনের নাম রয়েছে।
ইসি প্রস্তাবিতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সাংবাদিক অজয় দাস গুপ্ত, অ্যাডভোকেট সুলতানা কামাল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) আব্দুল মান্নান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, সাবেক উপদেষ্টা ডা. সুফিয়া রহমান, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।
সার্চ কমিটি সিইসি পদের জন্য ২টি ও ইসি পদে ৮ জনের নাম প্রস্তাব করবে। এর মধ্য থেকে একজন সিইসি ও সর্বোচ্চ চারজন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নাম প্রস্তাবের আমন্ত্রণ জানায় সার্চ কমিটি।