বাহিরের দেশ ডেস্ক: রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে করোনা শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের। মৃদু উপসর্গ নিয়ে তিনি বর্তমানে নিভৃতবাসে রয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্নাবি জয়েসের ধারণা—এ সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য সফরকালে তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।
আজ বুধবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর আগে তিনি লন্ডনে ব্রিটিশ সরকারের উপপ্রধানমন্ত্রী এবং বিচার বিষয়ক মন্ত্রী ডোমিনিক রাব এবং গণপরিবহণমন্ত্রী গ্রান্ত শ্যাপসের সঙ্গে বৈঠক করেন।
যুক্তরাজ্য ছাড়ার সময় পরীক্ষায় অসি উপপ্রধানমন্ত্রীর করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু, যুক্তরাষ্ট্রে পৌঁছেই আক্রান্ত শনাক্ত হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে পৌঁছে পায়ে ব্যথা ও দুর্বলতা অনুভব করেন বার্নাবি জয়েস।
তবে, যুক্তরাষ্ট্র সফররত অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধিদলের আর কারও করোনা পজিটিভ আসেনি।
অস্ট্রেলিয়ার করোনায় আক্রান্ত সর্বোচ্চ পর্যায়ের রাজনীতিবিদ বার্নাবি জয়েস। এর আগে গত বছর যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আক্রান্ত হন অসি প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন