বাহিরের দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মনটেরে পার্কে বন্দুক হামলায় নিহত বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গত শনিবার রাতে বলরুমে নাচের একটি অনুষ্ঠানস্থলে হামলার পর পুলিশ জানিয়েছিল, বন্দুক হামলার ঘটনায় আহত হন ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল।
মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, চীনা নববর্ষ উদ্যাপন উপলক্ষে মনটেরে পার্কে জড়ো হয়েছিলেন লোকজন। সেখানে স্থানীয় সময় রাত ১০টার পর বন্দুক হামলা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে ওই শহরের দূরত্ব ১১ কিলোমিটার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জরুরি সেবা বিভাগের কর্মীরা আহত ব্যক্তিদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন। ঘটনাস্থল পুলিশ ঘিরে রাখে।
লস অ্যাঞ্জেলেস সিটি কন্ট্রোলার কেনেথ মেজিয়া টুইট করে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রতিবেশী শহর মনটেরে পার্কে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা।
চীনা নববর্ষ উদ্যাপন উপলক্ষে মনটেরে পার্কে হাজারো মানুষ জড়ো হয়। লস অ্যাঞ্জেলেস টাইমস ঘটনাস্থলের নিকটস্থ একটি রেস্তোরাঁর মালিকের বরাতে জানায়, তার রেস্তোরাঁয় আশ্রয় নেওয়া লোকজন তাকে জানায়, মেশিনগান হাতে নিয়ে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন তারা।
লস অ্যাঞ্জেলেসের এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে এক মাসেই পঞ্চমবারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটে। টেক্সাসের উভালদে গত মে মাসে একটি স্কুলে বন্দুক হামলায় ২১ জন নিহত হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা এটি। এর আগে গত নভেম্বরে কলোরাডোর একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনায় পাঁচজন নিহতের ঘটনা ঘটেছিল।