আর.এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ):যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি-আমেরিকান হিসেবে নিয়োগ পাচ্ছেন ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান জাইন সিদ্দিকী।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদানীনগর গ্রামে তার পৈতৃক বাড়ি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ার খবরে দারুণ খুশি জাইনের নিজ গ্রামের মানুষ। ২০১৬ সালের এপ্রিল মাসে বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন জাইন।
গত ১৩ জানুয়ারি (বুধবার) জো বাইডেন প্রশাসন ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করে।
২৮ বছর বয়সী জাইন সিদ্দিকী ময়মনসিংহের নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে। তারা দুজনেই যুক্তরাষ্ট্রের চিকিৎসক। ৩২-৩৩ বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জন্ম জাইনের। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন দাদি মাজেদা আক্তারও।
নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে গেলে জাইনের স্বজন ও গ্রামবাসী জানান, প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত হিসেবে জো বাইডেনের প্রশাসনে এতো বড় গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ায় গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে এ গ্রামে এসেছিলেন তিনি। সবাই বলছেন, জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নন, ময়মনসিংহের গর্ব, বাংলাদেশের গর্ব।
তার নিয়োগের খবরে এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান চলছে। গ্রামবাসীর প্রত্যাশা, জাইন গ্রামের মানুষের দু:খ-দুর্দশায় পাশে দাঁড়াবেন।
বর্তমানে গ্রামের বাড়িতে জাইনের বাবা-ফুফুরা কেউ বসবাস করেন না। চিকিৎসক মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর চাচাত ভাই রতন সিদ্দিকী বলেন, তাদের সম্পত্তি আমিই দেখাশোনা করি। জাইনের এক ফুফু নাহিদ পারভিন মনির বিয়ে হয় রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের সঙ্গে। স্বামীর মৃত্যুর পর নাহিদ পারভিন মনি আবদুল হামিদের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, জাইনের বাবা মোবাইল ফোনে জাইন সিদ্দিকী যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবর জানান। এরপর থেকে তাদের গ্রামে আনন্দের বন্যা বইছে।
এ বিষয়ে জাইনের চাচি লুৎফুন্নাহার বেগম বলেন, ২০১৬ সালে তারা সবাই বেড়াতে এসেছিলেন। আধাপাকা টিনশেড ঘরে রাতযাপন করেছেন আমাদের সঙ্গে। বাড়ির পাশে নরসুন্দা নদীতে নৌকায় ঘুরেছে জাইন।