প্রতিনিধি, রংপুর : দুই কাউন্সিলর পদে সমান ভোট পাওয়া আবারো রংপুর সিটি করপোরেশন (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে আগামী ১৫ জানুয়ারী।
সে নির্বাচনে সমান ভোট পাওয়া কাউন্সিলর প্রার্থী মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে আব্দুর রাজ্জাকও অংশ নিতে চেয়ে নির্বাচন কমিশনে, জেলা প্রশাসক বরাবরে আবেদন ও স্মারকলিপি প্রদান করে আসলেও তা’র কোনো সুযোগ নাই বলে নির্বাচন কমিশন সাফ জানিয়েছে।
গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১৫ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য-গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মণ্ডল (লাটিম), মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।