বাহিরের দেশ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান আবারও জানিয়েছেন তার জীবন ঝুঁকিতে আছে। তিনি আরও বলেছেন কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার ভিডিও তিনি করে রেখেছেন। সময় মতো তা সবাইকে দেখানো হবে সেই ভিডিও।
শিয়ালকোটের জনসভায় ইমরান বলেন, ‘এবার আমার বিরুদ্ধে রুদ্ধ কক্ষে ও দেশের বাইরে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। তারা ইমরান খানের জীবন নিতে চায়।’
ইমরান আরও বলেন, ‘আমি এই ষড়যন্ত্রের বিষয়ে জানি… তাই আমি একটা ভিডিও রেকর্ড করে নিরাপদ স্থানে রেখে দিয়েছি। কোন কিছু যদি ঘটে, তবে সেই ভিডিও মানুষের সামনে আনা হবে।’
ইমরান বলেন, ‘তারা ভাবছে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে ইমরান খান, তাই তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন।’