সংবাদদাতা, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীর কবজি কেটে নেওয়ার অভিযোগে স্বামী রফিককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁকে চট্টগ্রামের হালি শহর থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে আদমজীর র্যাব-১১-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মুহাম্মদ পাশা এসব তথ্য জানান।
অধিনায়ক তানভীর মুহাম্মদ পাশা জানান, দেড় বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে রফিকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন রফিক। তারই জেরে গত ১৫ জানুয়ারির রাতে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ডান হাতের কবজি কেটে নেন তিনি। এরপর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান।
নৃশংস ওই ঘটনায় রফিবের স্ত্রীর ভাই রুবেল নারী ও শিশু নির্যাতন আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। পরে র্যাব গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর থেকে স্বামী রফিককে গ্রেপ্তার করে।