নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রংপুরের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজা রাম মোহন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন।
মনোয়ার হোসেন ছিলেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। তিনি প্রথিতযশা সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব এবং সফল সংগঠক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। বঙ্গবন্ধুর জামাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বাল্যবন্ধু। গুণী নাট্যকার, অভিনেতা ও সংগঠক হিসেবে মনোয়ার হোসেন রংপুর জেলা শিল্পকলা একাডেমীর গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সবশেষ বঙ্গবন্ধুর কারাজীবন নিয়ে লেখা ২৮৮ দিন নাটকে অভিনয় করেছেন।