- এমএফএস এর অপব্যবহার রোধে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফাইন্যান্সিয়াল র্সাভিস (এমএফএস) এর মত গুরুত্বর্পূণ ও প্রয়োজনীয়
সেবাকে অপরাধমূলক র্কমকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর
সহযোগিতায় দু’দিনের সমন্বয় র্কমশালা আয়োজন করেছে বিকাশ। প্রথম দিনে রংপুর আরডিআরএস-এ
‘মোবাইল ফাইন্যান্সিয়াল র্সাভিস এর অপব্যবহার রোধে সমন্বয় র্কমশালা’য় অংশ নেন রংপুর জেলার ১৪০
জন বিকাশ এজেন্ট, চ্যানেল র্পাটনার ও পুলিশ সদস্যরা। দ্বিতীয় দিন রংপুরের র্পযটন মোটেলে রংপুর
মেট্রোপলিটন পুলিশের তদন্ত র্কমর্কতাদের জন্য আয়োজন করা হয় ‘মোবাইল ফাইন্যান্সিয়াল র্সাভিস এর
অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ র্শীষক র্কমশালা’।
তদন্ত র্কমর্কতাদের জন্য আয়োজিত র্কমশালায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার
জনাব নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী;
বিকাশের এক্সর্টানাল অ্যান্ড র্কপোরেট অ্যাফের্য়াস বিভাগের উপদেষ্টা ও পুলিশের অতিরিক্ত আইজিপি
(অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান এবং বিকাশের হেড অব এক্সর্টানাল অ্যাফের্য়াস এ কে এম মনিরুল
করিম। এই র্কমশালায় অংশগ্রহণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৫০ জন ইনভেস্টিগেশন অফিসার।
দুই দিন ব্যাপী র্কমশালায় প্রথম দিনে এজেন্টদেরকে সচেতন করার পাশাপাশি এমএফএস অপব্যবহার করে
সংঘটিত অপরাধ ও বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকর্নিদেশনা দেয়া হয়। পাশাপাশি, এজেন্ট
এবং চ্যানেল র্পাটনারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অপরাধী চক্র চিহ্নিতকরণে স্থানীয় আইন
প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিতীয় দিনে রংপুর
মেট্রোপলিটন পুলিশের তদন্ত র্কমর্কতাদের নিয়ে আয়োজিত র্কমশালায় অপরাধী চক্র সর্ম্পকে প্রাপ্ত
তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সর্ম্পকে বিস্তারিত
আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকল আইন কঠোরভাবে প্রতিপালন করে বিকাশ তার প্ল্যাটর্ফমকে নিরাপদ রাখতে র্সবাত্মক
প্রয়াস অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বিকাশ স্বপ্রণোদিত হয়ে এএমএল৩৬০ অ্যাপ এর মাধ্যমে
এজেন্টদের সকল র্কমকান্ড তদারকি করে থাকে এবং কোনো ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
এসব বিষয়েই এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করতে বছরজুড়ে সচেতনতামূলক র্কাযক্রম পরিচালনা
করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় রংপুরে দুই দিনব্যাপী এই র্কমশালা আয়োজন করা হলো।