নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১১.২০ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ থেকে এসব তথ্য পাওয়া যায়।
জানা যায়, সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৬৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪২ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫০ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ৫৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সমিট পাওয়ার, বিকন ফার্মা, পাওয়ার গ্রীড, আল-হাজ্ব টেক্সটাইল, এডিএন টেলিকম ও পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।